অদেখা জগৎ
ছবিকথন - অদেখা জগৎ ছবি কথক - বিপাশা সাইদ মীম saedbipasha@gmail.com ছবিগ্রাহক- মোঃ সাজ্জাদুর রহমান সিহাব mdsrsihabku181625@gmail.com প্রতিদিন হাজার মানুষের পদচারণা খুলনা রেলস্টেশনে। নানা জীবিকার, নানা মনের মানুষ, ছুটছে সবাই যে যার গন্তব্যে, চলছে দুরন্ত জীবনস্রোত। জীবনের ভৌ-দৌড়ে যেখানে সবাই ব্যাস্ত, তার মাঝেই আছে একটা দল যারা মানুষের ভীড়ে হারানো। পথশিশুদের কথাই বলি না, প্রতিদিন আমাদের চারপাশেই কত পথশিশুদেরই না আমরা দেখি, তাদের জীবন কথা শুনে, তাদের নিয়ে লেখা, গল্প, সিনেমা কত কিছু দেখেই দুঃখ পাই আমরা, কখনোও তো বলেই ফেলি 'আহা! বেচারারা'। তারপর দিন শেষে যেই কি সেই। নিজের ঘরের শিশুটিকে পরম মমতায় কোন পথশিশুর কাছ থেকেই চিপস কিনে খেতে দেই। যেন চোখের সামনে থেকেও এরা অদৃশ্য! প্রতিদিন, প্রতিনিয়ত জীবনযুদ্ধে হাজার হাজার শিশু হারাচ্ছে তাদের বর্ণিল শৈশব। হেসে খেলে পার করার সময়টা কাটিয়ে দিতে হচ্ছে জীবিকা নির্বাহে। একটা কথা প্রচলিত আছে, সাপ যাকে দংশন করে না, সাপের বিষের কি কষ্ট তা তার দ্বারা বোঝা সম্ভবপর নয়। ঠিক তেমনি জন্মমাত্র সুযোগ সুবিধার মাঝে থেকে বৈষম্যের ধারনা পাওয়া কষ্টকর। আমরা অনেকেই ...