নারীর প্রতিশব্দ
নারীর প্রতিশব্দ
তাহাসিন তাসনিম মোহ্সী
tahasintasnimmohce@gmail.com
নারীর আরেক প্রতিশব্দ অবলা। এর অর্থ কি নারীরা কথা বলে না? নাকি নারীর কথা বলা উচিত না?
এই উচিত অনুচিতের মানদণ্ড টা কে ঠিক করে? আপনারা হয়ত এখন বলবেন, সমাজ ঠিক করে। কিন্তু নারীরা কি সমাজের অংশ নয়? তারমানে কি এটাই দাড়াচ্ছে যে নারীরা নিজেরাই নিজেদের অবলা হিসেবে প্রতিষ্ঠা করেছে?
গ্রাফিক্স : মোঃ ওয়াকিফ আলম
wakif.alam@gmail.com
যুগে যুগে সমাজে পুরুষের পাপকে মহিমান্বিত কি নারীরাই করেনি? ইতিহাসে তো আমরা পড়েছি, অমুক রাজার এতজন পত্নী ছিল, তমুক মহারাজার এতজন উপপত্নী ছিল। এখানে কি শুধু পুরুষরাই দোষী? নারীরা কি সায় দিত না? কিন্তু কয়জন মহারাণীর কথা আমরা জানি যার একের অধিক স্বামী ছিল? অথবা নিজের মনোরঞ্জনের জন্য কয়জন মহারাণী পুরুষদের নিয়ে জলসা বসাতো? পাপ কেন সবার জন্য একই নয়? পাপ তো পাপই? তাই না? যেটা নারীর জন্য পাপ সেটা পুরুষের জন্য কেন নয়? কেন সতী শব্দটা শুধুমাত্র নারীর জন্য? পুরুষের বেলাতে কেন নয়? স্রষ্টা কি দুইজনকেই সৃষ্টি করেননি? কেন আমরা ভুলে যাই যে স্বর্গে পুরুষকে পরিপূর্ণ করতে নারীর সৃষ্টি হয়েছিল। নারীরকে পরিপূর্ণ করতে কাওকে সৃষ্টি করতে হয়নি।
আজ একবিংশ শতাব্দীতে এসেও কি এই চিত্রটি পাল্টেছে? এখনও আমাদের মায়েরা তাদের মেয়েদের কে জন্মের পর থেকেই প্রশিক্ষণ দেয় অবলা হবার জন্য, মুখ বন্ধ রাখার জন্য, কোমল হবার জন্য। সেইদিন কি কখনোই আসবে না? যেদিন আমাদের মায়েরা তাদের ছেলে, মেয়ে উভয়কে শিক্ষা দিবে শুধুমাত্র মানুষ হওয়ার জন্য, পুরুষ কিংবা নারী হওয়ার জন্য নয়! আমি সেই সুদিনের প্রত্যাশায় রইলাম!
Comments
Post a Comment