Posts

Showing posts from March, 2021

খাদ্য ও ব্যাধি : জীবনচরিত ২

Image
খাদ্য ও ব্যাধি : জীবনচরিত ২ "স্কুলে সবসময়েই মোটাদের তালিকায় আনাগোনা ছিলো। মাঝে মাঝে হয়ে উঠতাম বন্ধুদের হাসির খোরাক, বুঝতে না দিলেও নিজেরই নিজেকে অনেক অসুন্দর মনে হতো। আর মনে হতো এ কারণেই হয়তো ভালো একটা বন্ধুমহল আমার কখনোই হবে না।  কলেজে আমার ওজন একটু কমলে, এটি আমাকে ডায়েট করতে খুবই উৎসাহিত করলো। কলেজের পরে আমি কখনোই ডায়েট ছাড়া ছিলাম বলে মনে পরে না।  ভার্সিটিতে একটা নতুন জীবন শুরু হয়, তখনের আমার ওজন আর আগের ওজনের আকাশ পাতাল তফাত। আমার বন্ধুমহলে সবাই সবসময় বলতো যে আমি এত পারফেক্ট কি করে! তারা জানতো না যে আমি ডায়েট করি, আমি সবসময়েই তাদের বুঝাতাম যে,  আমি তাদের মতোই খাওয়াদাওয়া করি। এই কারণে আমি খাওয়ার পরেই ওয়াশরুমে যেয়ে যা খেতাম বমি করে ফেলতাম। একবার আমার ওজন ১ কেজি বেড়ে যাওয়াতে আমি সারা রাত এক্সারসাইজ করি আর এরপর খাওয়া দাওয়া আরো কমিয়ে দেই। কিছু খেলেই মনে হতো আমার ওজন বেড়ে যাবে আর কেউ আমাকে পছন্দ করবে না। বন্ধুদের সামনে খাওয়ার কারণে বমি করলেও আমার মনে হতো এতক্ষণে এটা আমার শরীরে কাজ করে ফেলেছে, তাই আমি রাতে খাওয়া বন্ধ করে দেই। খুব ক্ষুধা পেলে নিজের উপর খুব রাগ হতো, তাই যে ওষুধ...

খাদ্য ও ব্যাধিঃ জীবনচরিত ১

Image
খাদ্য ও ব্যাধিঃ জীবনচরিত ১ "কিরে, তোকে এত রোগা লাগছে কেন, খাওয়াদাওয়া করিস না ?" বান্ধবীর প্রশ্ন শুনে একটু থমকে যায় সাদিয়া।  হালকা স্বরে উত্তর দেয় "ওজন বেড়ে যাবে।"  এই চিন্তাটি সবসময়ই সাদিয়া কে আচ্ছন্ন করে রাখে। বান্ধবীদের সাথে ঘুরতে বের হলে, বা কোনো একটি অনুষ্ঠানে খাওয়ার পর্ব আসার পর বারবার একটি কথা তার মাথায় আসতো, "সর্বনাশ! বেশি ওজন বেড়ে যাবে না তো আবার?  বেশি ওজন বেড়ে গেলে নিজেকে দেখতে খুব খারাপ লাগবে।" এই চিন্তার কারণে ভালো করে খাওয়াও হতো না। শুধু কি এটাই? সারাদিন কত রুটিন, কত কষ্টের, কত আত্মত্যাগের ফলে আজ সে তার ওজন কম রাখতে পেরেছে। তার প্রতিদিনের কষ্ট সার্থক। ছোটবেলা থেকেই খাবার থেকে দূরে থাকার প্রচেষ্টা সাদিয়ার, প্রতিদিন ১৫-২০ বার সে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করে। বারবার তার মধ্যে একধরনের উদ্বেগ কাজ করে, যদিও সে কাউকে বলে না এটা। বললেই কি ভাববে কে জানে। তার বারবার মনে হয় যে "এই বুঝি ওজন বেড়ে গেলো"। অথচ বয়স ও উচ্চতা অনুযায়ী অনেকের তুলনায় তার ওজন অনেক কম। ক্যাম্পাসে ক্লাস করতে যাওয়ার সময় সাদিয়া খুঁটিয়ে খুঁটিয়ে...

নারীর প্রতিশব্দ

Image
নারীর প্রতিশব্দ তাহাসিন তাসনিম মোহ্সী  tahasintasnimmohce@gmail.com নারীর আরেক প্রতিশব্দ অবলা। এর অর্থ কি নারীরা কথা বলে না? নাকি নারীর কথা বলা উচিত না?  এই উচিত অনুচিতের মানদণ্ড টা কে ঠিক করে? আপনারা হয়ত এখন বলবেন,  সমাজ ঠিক করে। কিন্তু নারীরা কি সমাজের অংশ নয়? তারমানে কি এটাই দাড়াচ্ছে যে নারীরা নিজেরাই নিজেদের অবলা হিসেবে প্রতিষ্ঠা করেছে?  গ্রাফিক্স : মোঃ ওয়াকিফ আলম wakif.alam@gmail.com যুগে যুগে সমাজে পুরুষের পাপকে মহিমান্বিত কি নারীরাই করেনি? ইতিহাসে তো আমরা পড়েছি, অমুক রাজার এতজন পত্নী ছিল, তমুক মহারাজার এতজন উপপত্নী ছিল। এখানে কি শুধু পুরুষরাই দোষী?  নারীরা কি সায় দিত না? কিন্তু কয়জন মহারাণীর কথা আমরা জানি যার একের অধিক স্বামী ছিল? অথবা নিজের মনোরঞ্জনের জন্য কয়জন মহারাণী পুরুষদের নিয়ে জলসা বসাতো? পাপ কেন সবার জন্য একই নয়? পাপ তো পাপই?  তাই না? যেটা নারীর জন্য পাপ সেটা পুরুষের জন্য কেন নয়? কেন সতী শব্দটা শুধুমাত্র নারীর জন্য? পুরুষের বেলাতে কেন নয়? স্রষ্টা কি দুইজনকেই সৃষ্টি করেননি? কেন আমরা ভুলে যাই যে স্বর্গে পুরুষকে পরিপূর্ণ করতে নারীর সৃষ্টি হয়েছিল...