খাদ্য ও ব্যাধি : জীবনচরিত ২
খাদ্য ও ব্যাধি : জীবনচরিত ২ "স্কুলে সবসময়েই মোটাদের তালিকায় আনাগোনা ছিলো। মাঝে মাঝে হয়ে উঠতাম বন্ধুদের হাসির খোরাক, বুঝতে না দিলেও নিজেরই নিজেকে অনেক অসুন্দর মনে হতো। আর মনে হতো এ কারণেই হয়তো ভালো একটা বন্ধুমহল আমার কখনোই হবে না। কলেজে আমার ওজন একটু কমলে, এটি আমাকে ডায়েট করতে খুবই উৎসাহিত করলো। কলেজের পরে আমি কখনোই ডায়েট ছাড়া ছিলাম বলে মনে পরে না। ভার্সিটিতে একটা নতুন জীবন শুরু হয়, তখনের আমার ওজন আর আগের ওজনের আকাশ পাতাল তফাত। আমার বন্ধুমহলে সবাই সবসময় বলতো যে আমি এত পারফেক্ট কি করে! তারা জানতো না যে আমি ডায়েট করি, আমি সবসময়েই তাদের বুঝাতাম যে, আমি তাদের মতোই খাওয়াদাওয়া করি। এই কারণে আমি খাওয়ার পরেই ওয়াশরুমে যেয়ে যা খেতাম বমি করে ফেলতাম। একবার আমার ওজন ১ কেজি বেড়ে যাওয়াতে আমি সারা রাত এক্সারসাইজ করি আর এরপর খাওয়া দাওয়া আরো কমিয়ে দেই। কিছু খেলেই মনে হতো আমার ওজন বেড়ে যাবে আর কেউ আমাকে পছন্দ করবে না। বন্ধুদের সামনে খাওয়ার কারণে বমি করলেও আমার মনে হতো এতক্ষণে এটা আমার শরীরে কাজ করে ফেলেছে, তাই আমি রাতে খাওয়া বন্ধ করে দেই। খুব ক্ষুধা পেলে নিজের উপর খুব রাগ হতো, তাই যে ওষুধ...